চুলের যত্নে আদা-আদা দিয়ে ৫টি তেল বানানোর নিয়ম ও উপকারিতা।
হ্যালো? বন্ধুরা সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম! আজকে আপনারা যে বা যারা আমার আজকের এই চুলের যত্নে আদা-আদা দিয়ে ৫টি তেল বানানোর নিয়ম ও উপকারিতা দেখতে এসেছেন তাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম।
![]() | |
|
শিরোনাম :চুলের যত্নে আদা-আদা দিয়ে ৫টি তেল বানানোর নিয়ম ও উপকারিতা।
ভূমিকা :
আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু দিয়ে নিজের চুলের যত্ন করে থাকি,কিন্তু আমরা খুবই কমন একটা জিনিস আদা দিয়ে তেল তৈরি করে যে চুলের যত্ন নিতে পারি তা আমরা অনেকেই সঠিকভাবে জানি না। আদার মধ্যে রয়েছে পটাশিয়াম, অ্যান্টিফ্লামেটরি ও রক্ত সার্কুলেশন বৃদ্ধি করে ইত্যাদি নানান ধরনের উপকার করে থাকে। আপনাদের মাথায় যদি চুল পড়ে টাকও হয়ে যায় ইনশাআল্লাহ আপনারা অনেক উপকার পেতে পারেন এই আদার তেল ব্যবহার করে।
আদা দিয়ে ৫টি তেল বানানোর নিয়ম ও উপকারিতা:
১/আদা দিয়ে নারিকেল তৈরির নিয়ম :
আপনারা প্রথমে ১-২ টি বড় বা মাঝারি সাইজের আদা নিয়ে সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে টিসু পেপার লাগিয়ে মুছে নিন । এরপর আদাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিন। আদা গ্রেট করা হয়ে গেলে সেই আদার মধ্যে ১০০-১৫০ গ্রাম নারিকেল তেল ঢেলে নিন।ঢেলে নেয়ার পর এই তেলটি ১ঘন্টার জন্য রেখে দিন ঢাকনা দিয়ে ঢেকে। ১ঘন্টা পর একটি পাএ চুলায় বসিয়ে দিয়ে সেখানে এই আদা মিশ্রিত তেল ঢেলে নিন। এরপর তেলটি জ্বাল দেওয়ার সময় যখন দেখবেন আদা ব্রাউন কালার হয়ে গেছে তখন চুলা থেকে তেলটি নামিয়ে ঠান্ডা করে নিয়ে ছেঁকে নিয়ে কাচের জার এ সংরক্ষণ করে রাখুন । সপ্তাহে ২-৩বার এই আদার নারিকেল তেল ব্যবহার করতে পারেন।
২/ আদার সাথে লবঙ্গ মিশিয়ে নারিকেল তেল তৈরির নিয়ম :
আপনারা প্রথমে ১-২ টি বড় বা মাঝারি সাইজের আদা নিয়ে সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে টিসু পেপার লাগিয়ে মুছে নিন । এরপর আদাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিন। আদা গ্রেট করা হয়ে গেলে সেই আদার মধ্যে ৬-৭ টি লবঙ্গকে পাউডার গুড়ো করে মিশিয়ে নিন। এরপর সেগুলো একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে সেখানে ১৫০গ্রাম নারিকেল তেল মিশিয়ে ৫-৬ ঘন্টার জন্য রেখে দিন ঢাকনা দিয়ে ঢেকে। ৫-৬ ঘন্টা পর ১টি পাএে ফুটন্ত গরম পানি করে সেখানে তেল এর বাটিটি ভিজিয়ে রেখে দিন ৫-৭মিনিট।এরপর বাটি থেকে তেল ছেকে নিয়ে আপনি সংরক্ষণ করে রাখুন তেলটিকে।
৩/আদার সাথে অ্যালোভেরা মিশিয়ে নারিকেল তেল তৈরির নিয়ম-
আপনারা প্রথমে ১-২ টি বড় বা মাঝারি সাইজের আদা নিয়ে সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে টিসু পেপার লাগিয়ে মুছে নিন । এরপর আদাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিন। তারপর ১-২টি অ্যালোভেরা নিয়ে জেল বের করে সেই জেল ও গ্রেট করে রাখা একসাথে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার পর সেখানে ১০০গ্রাম নারিকেল তেল মিশিয়ে নিয়ে একটি পাএে চুলায় বসিয়ে জ্বাল দিন, যতক্ষণ পর্যন্ত না আদা ও অ্যালোভেরা কালো হবে ততক্ষণ পর্যন্ত জ্বাল দিতে থাকুন। এরপর তেলটি জ্বাল দেওয়ার সময় যখন দেখবেন আদা বা অ্যালোভেরার কালার চেইঞ্জ হয়ে গেছে তখন চুলা থেকে তেলটি নামিয়ে ঠান্ডা করে নিয়ে ছেঁকে নিয়ে কাচের জার এ সংরক্ষণ করে রাখুন ।
৪/আদার সাথে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে অলিভ অয়েল তেল তৈরির নিয়ম :
আপনারা প্রথমে ১-২ টি বড় বা মাঝারি সাইজের আদা নিয়ে সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে টিসু পেপার লাগিয়ে মুছে নিন । এরপর আদাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিন। এরপর সেই আদার মধ্যে ১০০গ্রাম অলিভ অয়েল তেল দিয়ে চুলায় একটি কড়াই এ বসিয়ে তেলটিকে জ্বাল দিন যতক্ষণ পর্যন্ত না আদার কালারের পরির্তন আসবে।তারপর আদার কালারের পরিবর্তন হয়ে গেলে তেলটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ছেঁকে নিয়ে সেখানে ১টি ভিটামিন -ই ক্যাপসুল এড করুন।এরপর তেলটি একটি পাএে সংরক্ষণ করে রাখুন ।
৫/ আদার সাথে মিঠা নিমের পাতা, কালি জিরা মিশিয়ে নারিকেল তেল তৈরির নিয়ম :
আপনারা প্রথমে ১-২ টি বড় বা মাঝারি সাইজের আদা নিয়ে সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে টিসু পেপার লাগিয়ে মুছে নিন । এরপর আদাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিন।গ্রেট করে রাখা আদার সাথে ৫-৮টি মিঠা নিমের পাতা ধুয়ে মিশিয়ে নিন। এরপর এগুলোকে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে সেগুলোর সাথে কালি জিরার গুড়ো ১চামচ মিশিয়ে নিন। এরপর ১০০-১৫০ গ্রাম নারিকেল তেল এর সাথে সাথে আদা,নিমের পাতা ও কালি জিরা এই সবগুলো উপাদানের পেস্ট একসাথে মিশিয়ে নিন আর ১ টি পাএে নিয়ে চুলায় বসিয়ে গরম করে নিন যতক্ষণ না উপাদানগুলোর রঙ পরিবর্তন হবে।রং পরিবর্তন হয়ে গেলে আপনারা তেলটিকে ছেঁকে নিয়ে কাচের জার এ সংরক্ষণ করে রাখুন।
চুলের যত্নে আদা-আদা দিয়ে ৫টি তেল বানানোর নিয়ম ও উপকারিতা এর শেষ কথা :
উপরিউক্ত নিয়মগুলো অনুসরণ করে নিজেদের পছন্দসই যেকোনোটি তেল তৈরি করে ফেলুন আর ইনশাআল্লাহ চুলে লাগিয়ে চুলের জাদুর মতো সমাধান পান ইনশাআল্লাহ ।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url